টিবিটি আন্তর্জাতিক ডেস্কঃ এক মার্কিন ত্রাণকর্মী ও ১৮ জন সিরিয়ান সেনার মুণ্ডচ্ছেদের ভিডিও প্রকাশ করল আইএস জঙ্গিরা। নিহত মার্কিন ত্রান কর্মীর নাম পিটার ক্যাসিগ। মার্কিন সেনা বাহিনীর কাজ ছেড়ে বছর আঠাশের ক্যাসিগ সিরিয়াতে ত্রান পৌছে দেওয়ার কাজ শুরু করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন আবদুল রহমান।
বিবৃতিতে ক্যাসিগহত্যার দায় স্বীকরার করেছে আইএস জঙ্গিরা। ইরাকে যুদ্ধে যাওয়ার কারণেই তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি আইএসের। ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও বার্তা পাঠিয়েছে জঙ্গিরা। গত বছর সিরিয়ায় তিনি আইএস এর হাতে আটক হন। আমেরিকান সেনাবাহিনীর রেঞ্জার হিসাবে ইরাকেও কাজ করেছিলেন তিনি।
রিটিশ উচ্চারণে ইংরেজি ভাষায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এই হচ্ছে পিটার এডওয়ার্ড ক্যাসিগ, আমেরিকার একজন নাগরিক’। আইএস তাদের ওপর আমেরিকারর হামলা বন্ধ না হলে মার্কিন নাগরিকদেরকে হত্যার হুমকি দিয়ে গত অগাস্ট- সেপ্টেম্বরে জেমস ফোলি এবং স্টিভেন সলোফ নামক দুই মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করে।
ভিডিওটি দেখে নিন এখানে ক্লিক করে
Wordt vertaald, even geduld aub..